ভাষাবন্ধন

প্রস্তুতি ছিল আগে থেকেই । আত্মপ্রকাশ হল ২০০৩-এর জানুয়ারিতে, কলকাতা বইমেলায় – বাংলা ভাষায় সর্বভারতীয় সাহিত্যের মাসিক পত্রিকা ‘ভাষাবন্ধন’। ভারতীয় ভাষাগুলিতে রচিত সাহিত্যের মধ্যে বন্ধন। সংস্কৃতি, সমাজ, রাজনীতির নানামুখের মিছিলে যোগ দিয়ে ভারতীয়ত্বের খোঁজ,শিকড়ের সন্ধান আর একই সঙ্গে নিজের ডালপালা মেলার আনন্দ। তাই ভাষাবন্ধন। এই নাম মহাশ্বেতা দেবীর দেওয়া। সমকালে যার অসংখ্য লেখা ভারতীয় ভাষায় অনুবাদ হয়েছে; বন্ধুবান্ধবরা অনেকেই তৎকালীন ভারতীয় সাহিত্যের দিকপাল। মহাশ্বেতা দেবী হলেন সম্পাদকমন্ডলীর সভাপতি। আর ‘ভাষাবন্ধন’ আসলে যার মস্তিষ্কপ্রসূত এবং ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত যার জীবনযাপনের প্রাত্যহিকে মিশে রইল, তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক নবারুণ ভট্টাচার্য। তার লেখা প্রথম সংখ্যাটির সম্পাদকীয় লেখাটিতেই স্পষ্ট করা আছে এই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য-  Read more »