নবারুণ ভট্টাচার্য জন্ম ২৩ জুন ১৯৪৮ । মৃত্যু ৩১ জুলাই ২০১৪ | একটি মহাজাগতিক শব্দসম্ভাবনাপূর্ণ অলৌকিক কবরখানা রয়েছে। এখানকার ঋতু চিরস্থায়ী
বসন্ত, গাছে দিনের বেলায় দোয়েল-টুনটুনি খেলা করে, রাতে প্রগাঢ় পিতামহীরা কবিতাখেকো
ইঁদুরদের ওপর ধরপাকড় চালায়। অজস্র দেশি-বিদেশি নামে উৎকীর্ণ সমাধিফলক। এক্ষণ, সাহিত্যপত্র,
শতভিষা, বিচিন্তা, হীনযান, লালনক্ষত্র, পাহাড়তলী, সুন্দরম… কত নাম। জার্মান রোমান্টিক
আন্দোলনের পত্রিকা ‘এথেনিয়াম’ এখানে তো ফরাসি আভাঁ গার্দ পত্রিকা ‘Reveu Blanche’ রয়েছে
কাছেই। ওই তো মস্কোর মেজাজগরম ‘LEF’ যার মাত্র সাতটি সংখ্যা সাকুল্যে বেরিয়েছিল। তেমনই
রয়েছে দুই বিশ্বযুদ্ধের মধ্যে বিদ্যমান ‘Criterion’, ৩০ থেকে ৫০ দশক অবধি পর্যবেক্ষণরত
‘Scrutiny’, Kraus সম্পাদিত ২৫ বছরের ‘Die Fackel’, শ্রদ্ধেয় বেনেদেত্তো ক্রোচে সম্পাদিত
‘La Critica’, দুঁদে ফরাসি বুদ্ধিজীবীদের স্মৃতি বিজড়িত ‘Les Temps Modernes’… বছরের
পর বছর ধরে ঘুরলেও সব সমাধি দেখে ওঠা যাবে না, প্রত্যেকটাতে একটা করে ফুল দিতে গেলেও
দশটা জাহাজ ভাড়া করতে হবে। লিটল ম্যাগাজিন কেন মরে যায়? ঝগড়া হয়, ক্লান্তি পেয়ে বসে,
টাকাকড়ির সমস্যা তো কোনোদিনই মেটে না। ভাবতে ভালো লাগে যে এত ঝামেলাঝক্কির পরে ওই অলৌকিক
কবরখানায় ভাষাবন্ধনের জন্যেও একটি জায়গা
বরাদ্দ। সেঁধিয়ে যেতে পারলে একটা সমাধিফলকও কপালে রয়েছে, তা সে যতই এবড়োখেবড়ো হোক না
কেন।
অলৌকিক কবরখানা, অগাস্ট ২০০৯ |